দলে ফিরছেন শাহিন, ডাক পেয়েছেন আরও তিনজন

৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিরছেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া ডাকা হয়েছে তিন ক্রিকেটারকে।
পাকিস্তান প্রথম টেস্টের একাদশে কোন স্পিনার রাখেনি। যে কারণে লেগ স্পিনার আবরার আহমেদকে দলে ডাকা হলেও তাকে পরে ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলতে পাঠানো হয়। এবার পিন্ডি টেস্টের আগে আবরারকে ডাকা হলো দলে। তার সঙ্গে ফেরানো হয়েছে বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার কামরান ঘুলামকে।

পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দল: শান মাসুদ (অধিনায়ক), সূদ শাকিল, আমির জামাল, আবরার আহমেদ, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, কামরান ঘুলাম, খুররম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ূব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, শাহিন আফ্রিদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *