গোটা বলিউড মজেছিলো অনন্তর বিয়েতে কিন্তু ছিলেন না আমির, কাজল, কারিনারা

বিয়ে কাকে বলে তার নতুন এক উদাহরণ দেখা গেলো মুকেশ আম্বানির ছেলের বিয়েতে।

রাজকীয় এই বিয়েতে হাজির ছিলেন বলিউডের নামীদামি তারকারা। সালমান খান, শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, হৃতিক রোশন, আলিয়া ভাট, রণবীর কাপুর, মাধুরী দীক্ষিত, ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোনের মতো প্রথম সারির নায়ক-নায়িকারা।

তবে আমন্ত্রণ সত্ত্বেও বিয়েতে উপস্থিত ছিলেন না বলিউডের বেশ কয়েকজন নামী তারকা। তাঁদের মধ্যে আছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। ভারতীয় গণমাধ্যম ‘লাইভ মিন্ট’ জানিয়েছে, এই জুটি এখন বিদেশে ছুটির মেজাজে আছেন। সে কারণেই যেতে পারেননি এই গ্র্যান্ড বিয়েতে।

এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন ‘খিলাড়ি’খ্যাত অক্ষয় কুমার। সে কারণেই আম্বানিদের বিয়েবাড়িতে হাজির থাকতে পারেনি অক্ষয় পরিবার। এমনকি সামনে আসছে অক্ষয়ের সিনেমা ‘সরফিরা’। এই সিনেমার প্রচারেও থাকতে পারছেন না অভিনেতা।

অনন্তর বিয়েতে ছেলেকে নিয়ে হাজির ছিলেন অজয় দেবগন। দেখা যায়নি কাজল ও তাঁর মেয়ে নাইসাকে। কাজলের উপস্থিত না থাকার কারণ এখনো জানা যায়নি।

বিয়েতে আসতে পারেননি আমির। কেন আসেননি সেটি এখনো স্পষ্ট নয়।


ঢাকায় গাইবেন রাহাত ফতেহ আলী খান, টিকিট ১০ হাজার

কারও সঙ্গে প্রথম দেখায় কেমন জানি লজ্জা লাগে

যে গ্রহে পচা ডিমের গন্ধ ছড়ায় সারাক্ষণ


অন্যদিকে বর্তমানে লন্ডনে আছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। সে কারণেই অনন্ত আম্বানির বিয়েতে দেখা যায়নি এই জুটিকে। বাবা অনিল কাপুর হাজির থাকলেও থাকতে পারেননি সোনম কাপুর। এই বিয়েতে দেখা যায়নি শিল্পা শেঠিকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *