গুগল একাউন্ট সুরক্ষিত রাখতে যা করবেন

হ্যাকারদের সাইবার হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট হ্যাকড হলে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক তথ্য বেহাত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিও হতে পারে। তবে ব্যবহারকারী চাইলে পরীক্ষা করে দেখতে পারেন তাঁর গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত কি না।

যেকোনো অ্যাকাউন্টের সুরক্ষার জন্য পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীরা পাসওয়ার্ড চেকার টুল ব্যবহার করে দেখতে পারেন তাঁর অ্যাকাউন্টের পাসওয়ার্ড সুরক্ষিত রয়েছে কি না।

সিকিউরিটি অ্যাকটিভিটি যাচাই করে দেখা যায় সম্প্রতি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে নিরাপত্তাশঙ্কা তৈরির কোনো কার্যক্রম সংঘটিত হয়েছে কি না। এখানে গত ২৮ দিনের লগইন কার্যক্রম বিশ্লেষণ করে গুগল জানাবে নিরাপত্তাশঙ্কা রয়েছে এমন কোনো কার্যক্রম গুগল অ্যাকাউন্টে সংঘটিত হয়েছে কি না।

একাধিক ডিভাইসে  গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। তাই কোন কোন ডিভাইসে  গুগল অ্যাকাউন্ট খোলা আছে ও ব্যবহৃত হচ্ছে সেটি পরীক্ষা করে দেখতে হবে। এর ফলে জানা যাবে কোনো অপরিচিত যন্ত্রে গুগল অ্যাকাইন্ট লগইন করা হয়েছে কি না। এ জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ইওর ডিভাইসেস–এর নিচে যুক্ত থাকা সব যন্ত্রের নামের তালিকা দেখা যাবে। ব্যবহারকারী চাইলে কোনো যন্ত্র থেকে গুগল অ্যাকাউন্ট লগআউটও করতে পারবেন।


দেশে পৌনে ৮ লাখ মানুষ বাতজনিত রোগে ভুগছেন

কারও সঙ্গে প্রথম দেখায় কেমন জানি লজ্জা লাগে

কী এমন আছে এ সিনেমায়, যা দর্শকদের মুগ্ধ করেছে?


গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অন্য পক্ষ বা থার্ড পার্টির তৈরি একাধিক অ্যাপ ব্যবহার করা যায়। এই থার্ড পার্টি অ্যাপগুলো স্মার্টফোনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি নেয়, যার ফলে তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কোন কোন থার্ড পার্টি অ্যাপ গুগল অ্যাকাউন্টে যুক্ত রয়েছে তা পরীক্ষা করে দেখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *