কী হয়েছে ক্যাটরিনার? নায়িকা কি সত্যি অসুস্থ?

বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অসুস্থ বলে গুঞ্জন ছড়িয়েছে।

গত শুক্রবার দিল্লির বিমানবন্দরে দেখা গেছে ক্যাটরিনার ডান হাতের কনুইয়ের ওপরে লাগানো একটি কালো প্যাচ, যা কোনোভাবেই সাজের অনুষঙ্গ নয়। ভক্তদের বুঝতে বাকি নেই, এটি কোনো স্বাস্থ্য–সংক্রান্ত প্যাচ।

এর পর থেকেই ক্যাটরিনা কি অসুস্থ—এমন প্রশ্ন তুলছেন ভক্ত-অনুরাগীরা। গত কয়েক মাসে বারবার শিরোনামে এসেছে নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। শেষ পর্যন্ত সেটি গুঞ্জন বলেই প্রমাণিত হয়। কিন্তু দীর্ঘদিন বিদেশে পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছিলেন অভিনেত্রী।

বিমানবন্দরে ক্যাটরিনার পরনে ছিল ফুলেল ছাপার সিল্কের শাড়ি। কানে বড় ঝুমকা, কপালে ছোট্ট টিপে মোহনীয় রূপে ধরা দেন অভিনেত্রী। এর মধ্যে কনুইয়ের ওপর লাগানো কালো প্যাচ দেখেন ভক্তরা।

সাধারণত ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা এ ধরনের প্যাচ ব্যবহার করেন। ত্বকের সঙ্গে লেগে থাকা এই ছোট্ট যন্ত্রাংশ, ডায়াবেটিস–সংক্রান্ত তথ্য জানায় যাতে সমস্যা হলে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়। এ ছাড়া ইনসুলিন ব্যবহারকারীদের জন্যও এটি উপকারী।

পরবর্তী সময় ক্যাটরিনার ঘনিষ্ঠ সূত্র জানায়, সেটি সত্যিই স্বাস্থ্য–সংক্রান্ত প্যাচ।

সামনে ক্যাটকে দেখা যাবে ‘জি লে জারা’ ও ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *