কী এমন আছে এ সিনেমায়, যা দর্শকদের মুগ্ধ করেছে?

এবার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মহারাজা। এর পর থেকেই অনেক বাংলাদেশি দর্শক কথা বলছেন নিথিলান স্বামীনাথন পরিচালিত সিনেমাটি নিয়ে। কিন্তু কী এমন আছে এ সিনেমায়, যা দর্শকদের মুগ্ধ করেছে?

নিথিলান স্বামীনাথন নির্মাতা হিসেবে নতুন। ‘মহারাজা’ তাঁর দ্বিতীয় সিনেমা। অ্যাকশন থ্রিলার ঘরানার প্রতি এই লেখক-পরিচালকের দুর্বলতা লক্ষণীয়। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘কুরাঙ্গু বোমাই’-এর মতো ‘মহারাজা’ও অ্যাকশন থ্রিলার ঘরানার। গত ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় মাত্র ২০ কোটি রুপি বাজেটের ছবিটি।


সপ্তাহে চার দিনের অফিস পরীক্ষামূলকভাবে চলছে ইংল্যান্ডের কিছু প্রতিষ্ঠানে

কারও সঙ্গে প্রথম দেখায় কেমন জানি লজ্জা লাগে

লন্ডনেই কি থাকতে যাচ্ছেন বিরাট-আনুশকা?


মুক্তির পর সমালোচকেরা স্বামীনাথনের চিত্রনাট্য ও পরিচালনা, বিজয় সেতুপতির অভিনয় আর ফিলোমিনের সম্পাদনার প্রশংসা করেছেন।

এটি ছিল বিজয় সেতুপতির ক্যারিয়ারের ৫০তম সিনেমা। তিনি ক্যারিয়ারের এই মাইলফলক স্পর্শ করলেন মনে রাখার মতো একটা সিনেমা দিয়ে। নেটফ্লিক্সে মুক্তির পর অনেক বাংলাদেশি দর্শক-সমালোচক কথা বলছেন ‘মহারাজা’ নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *