সালমান খানের হাত ধরে সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন সাই মাঞ্জরেকার। তবু আজও কারও সঙ্গে প্রথম সাক্ষাতে লজ্জা পান এই নায়িকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

এই নায়িকা বলেছেন, কারও সঙ্গে যখন আমার প্রথম সাক্ষাৎ হয়, তখন কেমন যেন লজ্জা লাগে। অজয় স্যারের সঙ্গে সাক্ষাৎকারের সময় এমনই অনুভূতি হয়েছিল আমার। আমার পা যেন একবার এগোচ্ছে, আবার পেছাচ্ছে। সত্যি বলতে, তখন খুব ভীত ছিলাম আমি। অজয় স্যার খুব মিষ্টি স্বভাবের মানুষ। তিনি আমাকে সহজ করে দিয়েছিলেন।
‘অরোঁ মে কাহাঁ দম থা’ ছবিতে নিজের অভিনীত চরিত্রের প্রস্তুতির প্রসঙ্গে সাই বলেন, শুটিং শুরুর আগে কর্মশালা করেছিলাম। এই কর্মশালা আমাকে চরিত্রের মতো হয়ে উঠতে সাহায্য করেছে।