বিয়ে মানেই নতুন শুরু। সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রত্যয়। অন্যরকম অভিজ্ঞতার দুয়ার। আর সে কারণেই সব কিছু নতুন দিয়েই শুরু করতে হয় এ জীবন। নবদম্পতির বাড়ির সাজসজ্জা কেমন হবে তা নিয়েই আজকের আয়োজন।

ঘরের এক কোণে কোথাও নরম সোফা বা কুশন রাখুন, যেখানে দুইজন একসাথে বিশ্রাম নিতে পারেন। সেখানে বসে মন খুলে কথা বলতে পারবেন, একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন।
ঘরে অবশ্যই ছবি রাখুন। এমন ছবি বাছাই করুন, যার গভীর অর্থ রয়েছে। এতে একদিকে যেমন ঘরের সৌন্দর্য বাড়বে নিজেদের মধ্যে কথোপকথোনেরও নতুন মাত্রা আসবে।
আপনার নতুন বাসায় অবশ্যই পর্যাপ্ত আলো রাখুন। সেটা হতে পারে টেবিল ল্যাম্প থেকে বা ফোকাসড রিডিং লাইট থেকে। ডিমেবল ওভারহেড ফিক্সচার বা আকর্ষণীয় স্ট্রিং লাইটও যোগ করতে পারেন।
ঘরে কিছু গাছ রাখুন। এতে ঘরের বাতাসের গুণমান বাড়বে। এক্ষেত্রে এমন গাছ বাছাই করুন যেটার পেেনে বেশি পরিশ্রম দেওয়া লাগবে না।