ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বড় পরিবর্তন নেই পাকিস্তানের

নানা গুঞ্জন থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান দলে অধিনায়ক হিসেবে টিকে গেছেন শান মাসুদ। ১৫ সদস্যের দলে ঢুকেছেন স্পিনার নোমান আলী ও পেসার আমের জামাল।

দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আলী ও কামরান গুলাম। চোটের কারণে প্রথম টেস্টের দলে নেই পেসার খুররম শেহজাদও। তাঁর বদলে দলে ঢুকেছেন আমের জামাল। খুররম বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে উইকেট নিয়েছিলেন ৭টি।

বাদ পড়া মোহাম্মদ আলী ও কামরান গুলামও পিসিবির পরিকল্পনায় আছেন বলেই নিশ্চিত করেছেন নির্বাচকেরা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে ১৫ সদস্য রাখাই যথেষ্ট মনে করেছেন তাঁরা। এই দুই ক্রিকেটারকে চ্যাম্পিয়নস কাপ ও প্রেসিডেন্ট কাপে খেলার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘরের মাঠে পাকিস্তান টানা ১০ টেস্ট জয়হীন। ইংল্যান্ডের কাছেই ২০২২ সালে ঘরের মাঠে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল পাকিস্তান। ঘরের মাঠে এমন অভিজ্ঞতা এর আাগে কখনো হয়নি দলটি। টানা ব্যর্থতায় অধিনায়ক হিসেবে বাবর আজমকে সরিয়ে দেওয়া হয়।

পিএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *