মোবাইলের জগতে আইফোনের স্থান যে একেবারে প্রথম সারিতে সে কথা কে না জানে! আর আইফোন প্রেমীদের কাছেএই খবর তো একেবারে হাতে চাঁদ পাওয়ার মতো।
সেপ্টেম্বর মাসেই আইফোনের নতুন সিরিজ নিয়ে আসতে চলেছে অ্যাপ্ল সংস্থা– এমন খবরই দিচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যম।
আইফোন ১৬–এ নতুন কী থাকছে?
আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন প্রো ম্যাক্স— এই চারটি মডেলই থাকবে। সঙ্গেথাকবে আরও উন্নত মানের এবং নতুন সুবিধা–যুক্ত আইপড এবং অ্যাপ্ল ওয়াচ। সবচেয়ে মজার কথা হল, নতুনআইফোন ১৬ সিরিজের প্রতিটি মডেলের ডিসপ্লে পুরনো মডেলগুলির তুলনায় বড় হবে। তবে গোটা ফোনটির আকারএকই থাকবে। আইফোনের নতুন এই সিরিজটির ক্ষেত্রে ব্যাটারি আরও ভাল হবে বলেই আশা করা যায়। অ্যাপ্ল সম্ভবতএ বার আইফোনের চারটি মডেলেই ‘ক্যাপচার’ বাটন যোগ করছে।
শরীরে প্রোটিনের ঘাটতি বুঝবেন যেভাবে
সুইজারল্যান্ডে পুরস্কার পেলেন শাহরুখ খান
রসুনের এসব খারাপ দিকের কথা জানতেন?
ক্যাপচার’ বাটনের কাজ কী?
ধরা যাক, আপনার হাতে অনেক জিনিস রয়েছে। অথচ চোখের সামনে এমন একটি দৃশ্য যে তার ছবি না তুলে থাকা যায়না। কিন্তু পকেট থেকে ফোন বার করে ফোনের লক খুলতে খুলতেই সে দৃশ্য উধাও! এই সমস্যার সহজ সমাধান হল‘ক্যাপচার’ বাটন। ফোনের মূল ডিসপ্লের কোনও এক কোণে থাকবে সেই ‘বাটন’। ফোন না খুলে সরাসরি ‘ক্যাপচার’ বাটনে ক্লিক করলেই ক্যামেরা অন হয়ে যাবে।
নতুন মডেলগুলোর দাম সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।