আর্সেনালের হতাশার রাত

উয়েফা চ্যাম্পিয়নস লীগে আরও একবার হারের স্বাদ পেলো আর্সেনাল । ইন্টার মিলানের মাঠে খেলতে নেমে তারা ম্যাচ হেরেছে ১-০ গোলে।

আর্সেনালের হারের রাতে পর্তুগাল থেকে কোনো মতে জয় নিয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। অ্যাস্টন ভিলা ও বার্সেলোনার কাছে টানা দুই ম্যাচে হেরে যাওয়া জার্মান ক্লাবটি বেনফিকাকে হারিয়েছে ১-০ গোলে।

জয় না হোক, অন্তত ড্র আশা ছিল মিকেল আরতেতার দলের। ম্যাচের ফলে পার্থক্য গড়ে দিয়েছে যে গোল, সেটি এসেছে পেনাল্টি থেকে। ম‍্যাচে ব‍্যবধান গড়ে দেওয়া পেনাল্টির সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি আর্সেনাল। এর দুই মিনিট আগে মেরিনো হেড নেওয়ার সময় ইন্টার গোলকিপার ইয়ান সোমের তাঁকে ফাউল করলেও রেফারি তখন ব্যবস্থা নেননি।


Read More

একদিনেই ইলন মাস্কের সম্পদ বেড়েছে ১৫ বিলিয়ন ডলার

ডোনাল্ড ট্রাম্প কবে মার্কিন প্রেসিডেন্ট পদে বসবেন

ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ বাইডেনের



এ দিকে বেনফিকার মাঠে বায়ার্ন মিউনিখও নিয়েছে একের পর এক শট। সব মিলিয়ে ২৪ শট, যার মধ্যে ১০টিই ছিল লক্ষ্যে। কিন্তু জালে গেছে শুধু ৬৪তম মিনিটে জামাল মুসিয়ালার শটটি। বায়ার্নের অবশ্য এতেও সন্তুষ্টি আছে। দিনামো জাগরেবকে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও অ্যাস্টন ভিলা ও বার্সেলোনার কাছে টানা দুই ম্যাচে হারতে হয়েছে। বেনফিকার বিপক্ষে ব্যবধান কম হলেও জয়ে তো ফেরা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *