আম্বানি বাড়ির বিয়ে খেয়ে মুগ্ধ যশ-নুসরাত

শেষ হয়েও যেন শেষ হচ্ছে না অনন্ত রাধিকার বিয়ে। বিয়ের সব আনুষ্ঠানিকতা অবশ্য এর মধ্যে শেষ হয়েছে। 

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিয়েতে এসেছিলেন  খ্যাতিমান ব্যক্তিরা। গত ১২ জুলাই অনন্তরাধিকার বিয়ের সবআনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে

জমকালো আয়োজনের তিন দিনব্যাপী বিয়ের অনুষ্ঠান সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। রাজকীয় বিয়েতে আমন্ত্রণপেয়ে ছুটে যান টালিউড তারকা যশনুসরাত। এমন মহাআয়োজনের বিয়ে থেকে যে কেউ একরাশ মুগ্ধতা নিয়ে ফিরবেনএমনটাই স্বাভাবিক। জুটির বেলায়ও হয়েছে তাই।

অনন্তরাধিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠানে হাজির হতে পারার অনুভূতি যে একটু আলাদা হবে, যা বলার অপেক্ষা রাখেনা। যারা বিয়েতে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের ভাষ্য থেকে এসব অসাধারণ অনুভূতির কথা জানা গেছে।


দেশে পৌনে ৮ লাখ মানুষ বাতজনিত রোগে ভুগছেন

কী এমন আছে এ সিনেমায়, যা দর্শকদের মুগ্ধ করেছে?

গোটা বলিউড মজেছিলো অনন্তর বিয়েতে কিন্তু ছিলেন না আমির, কাজল, কারিনারা


অনুষ্ঠান থেকে ফিরে ভীষণ উচ্ছ্বসিত যশনুসরাত। বিয়েতে জুটিকে দেখে চিত্র সাংবাদিকরাও দৃশ্য ধারণের সুযোগহাতছাড়া করেননি। যশনুসরাতের জন্য অনন্তরাধিকার রিসেপশনের অনুষ্ঠান স্মরণীয় হয়ে রইলো।

অনুষ্ঠানে যোগ দিয়ে আম্বানিদের আতিথেয়তায় মুগ্ধ যশনুসরাত। টালিউডের জুটির ভাষ্য, ‘অনন্তরাধিকার বিয়েরঅনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা খুশি। অসংখ্য ধন্যবাদ আম্বানি পরিবারকে এমন উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তারজন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *