পরবর্তী আইসিসি চেয়ারম্যান হতে পারেন জয় শাহা। এই পদ তিনি পেলে শুরুতেই কঠিন হবে তার পথচলা। কারণসম্প্রচার স্বত্ব নিয়ে বেঁকে বসেছে স্টার। আইসিসি–কে চিঠি লিখে চুক্তিতে বড় ছাড়ের দাবি জানিয়েছে তারা।
বছর দুয়েক আগে আইসিসি–র ইভেন্ট দেখানোর জন্য সংস্থার সঙ্গে ৩০০ কোটি ডলারে চুক্তি হয়েছিল স্টারের সঙ্গে। সেইচুক্তি শুরু হয়েছে এ বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে। তবে বিভিন্ন যুক্তি তুলে ধরে স্টার চাইছে, বিশ্বকাপের সর্বোচ্চ মূল্যথেকে থেকে বেশ খানিকটা ছাড় আদায় করতে।
স্টারের যুক্তি, বিশ্বকাপে ভারত–কানাডা ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় বাণিজ্যিক ভাবে অনেক ক্ষতি হয়েছে তাদের।পাশাপাশি, ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড, আমেরিকা বনাম আয়ারল্যান্ড এবং শ্রীলঙ্কা বনাম নেপাল ম্যাচও বৃষ্টিতে ভেস্তেগিয়েছে। এই ম্যাচগুলি থেকে বিজ্ঞাপন বাবদ কোনও অর্থই পায়নি তারা। ভারত ম্যাচের কথা বিশেষ করে তুলে ধরাহয়েছে। স্টারের দাবি, অনেকটাই আর্থিক ক্ষতি হয়েছে তাদের। তাই বিশ্বকাপের সর্বোচ্চ মূল্য থেকে তাঁদের অন্তত ১০ কোটিডলার ছাড় দেওয়া হোক।