অবশেষে আইফোনে যুক্ত হলো অ্যান্ড্রয়েডের পরিচিত এই ফিচার

আইওএস ১৮.১ অবশেষে রিলিজ করেছে অ্যাপল। ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্ল্যাটফর্মটির সকল এআই ফিচার অ্যাক্সেস করতে প্রয়োজন আইওএস ১৮.১।

আইওএস-এর সাম্প্রতিক এই ভার্সনে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ ছাড়াও রয়েছে বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ ফিচার। এর মধ্যে আছে এমন একটি ফিচার যার জন্য বহুদিন ধরে দাবী জানিয়ে আসছিল আইফোন ব্যবহারকারীরা। অথচ অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচারটি আছে সেই ২০১৮ সাল থেকে এবং এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের বহুল ব্যবহৃত ফিচারগুলোর একটি হচ্ছে এটি। 

কী এই ফিচার?
অবশেষে আইফোনে এল ‘কল রেকর্ডিং’ ফিচার। আইওএস ১৮.১ আপডেটটি ইন্সটল করার মাধ্যমে এখন থেকে আইফোন ব্যবহারকারীরা খুব সহজেই কল রেকর্ড করতে পারবেন। পাশাপাশি অ্যাপল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মটির এআই ফিচারের সুবিধা নিয়ে রেকর্ডকৃত কলের রিয়েল-টাইম ট্রান্সক্রিপশনও তৈরি করা যাবে আইফোনে।

যেভাবে কাজ করবে কল রেকর্ডিং ফিচারটি
ইনকামিং বা আউনগোয়িং দু’ধরণের কলেই রেকর্ড করার সুবিধা থাকছে। আপনি যখন অ্যাকটিভ কলে থাকবেন তখন আইফোনের স্ক্রিনের উপরে বাঁ দিকে কোনায় একটি রেকর্ড বাটন দেখতে পাবেন। কল রেকর্ড করতে চাইলে ট্যাপ করতে হবে বাটনটিতে। ট্যাপ করার সাথেই সাথেই স্বয়ংক্রিয়ভাবে একটি অডিও নোটিফিকেশনের মাধ্যমে কলটির দু’প্রান্তে থাকা গ্রাহকদের জানিয়ে দেওয়া হবে যে, তাদের বার্তালাপটি (কনভারসেশন) রেকর্ড করা হচ্ছে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি সম্পর্কিত বিষয়ে স্বচ্ছতা বজায় থাকবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *