অনন্যার কারণে বিপদে পড়েছিলন সুহানা

বলিউড কিং শাহরুখ খানের কন্যা সুহানা খানের বাল্যবন্ধু অভিনেত্রী অনন্যা পান্ডে। ইন্ডাস্ট্রিতে তাদের আনাগোনা বেশ কয়েকবছর ধরেই। ২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ বলিউডে আত্মপ্রকাশ করেন অনন্যা। অপরদিকে শাহরুখ কন্যা সুহানা নেটফ্লিক্স ছবি- ‘দ্য আর্চিস’ দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। ইন্ডাস্ট্রিতে তারা দুই বান্ধবী হলেও নিজেদের বোনের মতোই ভাবেন তারা। কিন্তু একবার অনন্যার কারণেই নাকি বিপদে পড়তে হয়েছিল সুহানাকে।

বিষয়টি জানিয়েছেন অনন্যা নিজেই। ছোট থেকেই নাটকীয় আচরণ ছিল তার। অনন্যা বলেন, ‘যখন আমরা ছোট ছিলাম, মারামারিও করতাম, আমি সামলাতে পারতাম না। হঠাৎ হঠাৎ খেলা ছেড়ে আমি বলতাম, চলে যাচ্ছি। দৌড়ে গিয়েও আবার পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসতাম। আমি এরকমই। আর সুহানা এখনও কোমল, ওকে সবাই ভালোবাসে।’

সম্প্রতি অনন্যার সিনেমার মুক্তি পেয়েছে ‘কন্ট্রোল’। সামাজিক মাধ্যমের কুফল ও কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক দিককেই তুলে ধরা হয়েছে এই ছবি। 

সেই ছবির কাহিনীর মতোই সোশ্যাল মিডিয়ার কুফল হাতে নাতে টের পেয়েছিলেন অনন্যাও। যার ফলে বিপদের মুখে পড়তে হয় শাহরুখ কন্যাকে। 

অনন্যা জানান, একবার ফেস টাইম করছিলেন সুহানার সঙ্গে। সেই ছবি ইনস্টাগ্রামে দেন। তবে অনন্যা খেয়াল করেননি যে সুহানার ফোন নম্বরসহ তার ছবিটি আপলোড হয়েছে। তারপরই ফোন হ্যাকড হয়ে যায় সুহানার! পরে অবশ্য বিষয়টি সমাধানও করে নেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *